১. ঘনঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা।
২. দুর্বল লাগা ঘাের ঘাের ভাব আসা।
৩. ক্ষুধা বেড়ে যাওয়া।
৪. হাত পা জ্বালা পুড়া করা।
৬, কারণ ছাড়াই ওজন কমে যাওয়া।
৭. চোখে কম দেখতে শুরু করা।
৮. চামড়ায় শুষ্ধ, খসখসে ও চুলকানি ভাব।
.৯. বিরক্তি ও মেজাজ খিটখিটে হয়ে ওঠা।
১০. শরীরে ক্ষত বা কাটাছেড়া দীর্ঘদিনেও না সারা।