যে ১০টি লক্ষণ দেখলে ডায়াবেটিস রােগের পরীক্ষা করাতে হবে



১. ঘনঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা।

২. দুর্বল লাগা ঘাের ঘাের ভাব আসা।

৩. ক্ষুধা বেড়ে যাওয়া।

৪. হাত পা জ্বালা পুড়া করা।

৬, কারণ ছাড়াই ওজন কমে যাওয়া।

৭. চোখে কম দেখতে শুরু করা।

৮. চামড়ায় শুষ্ধ, খসখসে ও চুলকানি ভাব।

.৯. বিরক্তি ও মেজাজ খিটখিটে হয়ে ওঠা।

১০. শরীরে ক্ষত বা কাটাছেড়া দীর্ঘদিনেও না সারা।

Share:

Follow us on Facebook

Feature Post

Archieves

Popular

Write about DXN

DXN সম্বন্ধে আপনার কোন লেখা সকলের কাজে আসবে বলে মনে হলে আমাদেরকে ইমেইল করুন। আমরা ওয়েবসাইটে আপনার নামসহ তা প্রকাশ করবো। আমাদের ইমেইল ঠিকানা: mhu7778@gmail.com