• DXN United Kingdom

    Training Seminar at London by Mr. Fatemi Ghani and Mr. Jijith NK on 14th May 2022

  • DXN Peru

    Roadshow with CA Edilia Garcia at DXN Peru, February 2019

  • DXN Philippines

    DXN Philippines Sunyata Session with CEO Datuk Lim Siow Jin on 24th November 2019

  • DXN Malaysia

    DXN Malaysia's "SUNYA THERAPY SPECIAL PROGRAM" with Datuk Lim Siow Jin on 19 January 2020 at DXN PJ Branch

  • DXN Pakistan

    DXN Pakistan - Glimpse of Karachi and Eid Milan Party on 28th-29th May 2022 at Karachi and Lahore Office

  • DXN Spain

    DXN Peru's ITSI Spain - 2019

যে ১০টি লক্ষণ দেখলে ডায়াবেটিস রােগের পরীক্ষা করাতে হবে



১. ঘনঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা।

২. দুর্বল লাগা ঘাের ঘাের ভাব আসা।

৩. ক্ষুধা বেড়ে যাওয়া।

৪. হাত পা জ্বালা পুড়া করা।

৬, কারণ ছাড়াই ওজন কমে যাওয়া।

৭. চোখে কম দেখতে শুরু করা।

৮. চামড়ায় শুষ্ধ, খসখসে ও চুলকানি ভাব।

.৯. বিরক্তি ও মেজাজ খিটখিটে হয়ে ওঠা।

১০. শরীরে ক্ষত বা কাটাছেড়া দীর্ঘদিনেও না সারা।

Share:

ইউরোপে ডিএক্সএন অফিস ও শাখাসমূহ | DXN Offices and Branches in Europe

DAXEN Bulgaria Ltd

12 Ivajlo str, Sofia 1000, Bulgaria

(Bulgaria, Sofia 1000, Ivaylo Street N12)

Phone: +35 929 800 204

Email: order@dxnbulgaria.com

Dimitrina Kamenova.

DXN INTERNATIONAL CZ s.r.o.

Veslařská 885/206 637 00 Brno-Jundrov,

Czechia Phone: +420 541 217 440

Email: dxncz@dxn2u.com

Daisy Yuson

DAXEN SLOVAKIA s.r.o.

Viktorínova ul. 1 821 08 Bratislava

Phone: +421 232 144 298 / +421 232 144 299

Email: daxensk@dxn2u.com

Nina Surovková

DXN Greece Ltd (Thessaloniki)

Mitropoleos Str 97, 546 22, Thessaloniki, Greece

Phone: +30 2310 551203

Fax: +30 2310 551207

Email: helpdeskgr@dxn2u.com

Orders: ordergreece@dxn2u.com

Mr. Apostolos Zacharias

DXN Greece Ltd (Athens)

Leoforos Sigrou 16, 11742, Athens, Greece

Phone: +30 2109 213105

Email: dxnathens@dxn2u.com

Mr. Apostolos Zacharias

DXN International Spain S.L.U.

C/ Azcona 43, Local DXN, 28028 Madrid, Spain

Phone: +34 917 589 950

Pedidos: infospain@dxn2u.com

Information: atencioncliente@dxn2u.com

Mr. Luis M. Santana

DXN EUROPE LTD.

1132 Budapest, Váci út 66/E

Tel: +36 30 700 4675 / +36 30 700 4739 / +36 20 964 2069

Email: office@dxn.hu, gls@dxn.hu

István Böczkös

DXN ITALY Srl.

Via Genova, 25 - 00184 Roma, Italy

Tel: +39 06 42989362 /+39 373 7239240

Email: dxnitaly@dxnitaly.com / assistenza@dxnitaly.com

Mr. Giuseppe Garlando

DXN International Poland SP. Z O.O.

Ul. Nad Stawem 7, 80-454 Gdańsk, POLAND

Phone: +48 668 559 165

Email: office@dxnpoland.com

Mr Hakan Haner

DXN International Spain S.L.U.

C/ Azcona 43, Local DXN, 28028 Madrid, Spain

Phone: +34 917 589 950

Pedidos: infospain@dxn2u.com

Information: atencioncliente@dxn2u.com

Mr. Luis M. Santana

DXN MARKETING SRL

530210 Miercurea Ciuc, str. Petőfi Sándor, nr. 33, jud. Harghita

Phone: +40 266 310 416 / +40 748 624 298

Email: romania@dxneurope.eu

István Böczkös


DAXEN SLOVAKIA s.r.o.

Viktorínova ul. 1 821 08 Bratislava

Phone: +421 232 144 298 / +421 232 144 299

Email: daxensk@dxn2u.com

Nina Surovková



Share:

বাংলাদেশে DXN প্রধান কার্যালয় ও শাখা অফিস | DXN Head Office and Branch offices in Bangladesh



DXN Head Office

Daehsan(Bangladesh) Pvt. Ltd, Address:Plot no-1B, Road No-2A, Block-J, Baridhar, Dhaka-1212.

Contact Person: Mr.Sujeesh Nair (Country Manager) Email: sujeesh@dxn2u.com 

Tel: 0088-2222261538

Time10:00 am to 6:30 pm (Holiday: No)


Gulistan/Dhaka (Branch) 

Gulistan Shoping Complex, Room No-14,8th floor, 2 Bongobondu Avenue, Gulistan, Dhaka. 

 Contact Person: Mr Chandon Email: chandan.goswami.dxn@gmail.com Mob: 01994 999 666

Time: 11:00 am to 7:00 pm (Holiday: Friday) 


Agrabad/Chittagong (Branch)

Nirman SS Tower (1st Floor) Opposite of Majar gate badamtoli (Beside of Ample car showRoom) Agrabad,Chittagong.
Contact Person: shudip Sharma Email: dxnshudip@gmail.com Mob: 01994 999 777 
10:00 am to 6:30 pm(Holiday: Monday) 
Share:

সাকসেস না আসার আগ পর্যন্ত থামবেন না

 


শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি। কিন্তু দিনশেষে আজকে শচীনকে পুরো বিশ্ব ক্রিকেট নক্ষত্র হিসেবেই জানে।

মার্ক জুকারবার্গকে যখন তার গার্লফ্রেন্ড সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক তৈরি করে, যার মাধ্যমে সে ওয়ার্ল্ডের টপ ফাইভ রিচম্যানদের একজন। আর আপনি হলে কী করতেন? শেভ করা ছেড়ে দিয়ে, সিগারেট টানতেন আর বলতেন- বেঁচে থেকে কী লাভ!
টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথীবীর ইতিহাসে তত বছর কেউ বাঁচেওনি। ৯৯৯ বার ব্যর্থ হয়েছেন তিনি। আর আপনি? সাকসেস হওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন কতবার চেষ্টাটা করতে পারবেন?
সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভ্রাতৃদ্বয় যতবার প্ল্যান করে বিমান উড়াতে চেষ্টা করে করে ব্যর্থ হয়েছেন, আপনি ততবার প্ল্যান করে পাখির উড়াও দেখেননি। তবু তিনি বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন।
নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একবার জানান দেন সাকসেস না আসার আগ পর্যন্ত আপনি থামবেন না, হেরে গেলেও না, বারবার ব্যর্থ হলেও না। ছোটবেলায় যেভাবে একবার হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন, পড়ে গিয়ে ব্যাথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন,এখন সময় এসেছে আবার দাঁতে দাঁত চেপে নাছোড়বান্দার মত লেগে থাকার। যে যাই বলুক, যে যা করুক, আপনি শুধু লেগে থাকেন। বাকিটা সিস্টেম্যাটিক্যালি স্রষ্টা আপনাকে দিয়ে দিবেন।
Share:

বিলগেটসের বিজনেস আইডিয়া

 


বিলগেটস তার বিজনেস আইডিয়াটি প্রস্তাবনা করেছিলেন মোট 1200 জন ব্যাক্তির কাছে..

★এর মধ্যে হ্যাঁ বলেছিলো 300 জন..
যোগাযোগ করেছিলো 85 জন..
★রাজী হয়েছিলো 35 জন..
★কাজ শুরু করে আবার চলে গিয়েছিলো 24 জন..
★ ফাইনালি তার বিজনেস আইডিয়াটিতে কাজ করে 11জন..
★ এই 11জন ব্যাক্তিকে নিয়েই বিলগেটস আজ পৃথিবীর শ্রেষ্ঠ ধনী..
★ এই 11জন ব্যাক্তিই সৌভাগ্যবান..
★ এই 11জন ব্যাক্তিই প্রতিষ্ঠিত..
আপনার আশেপাশে 1189 জন ব্যাক্তির সংখ্যাই বেশি..যারা তামাশা করবে/সমালোচনা করবে/স্বার্থপরতা দেখাবে/সুবিধা নিবে !
আপনি যখন কোনো বিজনেস প্ল্যান করবেন তখন এটা
মাথায় রাখবেন আপনার পরিকল্পনা যেন সুন্দর ও সঠিক হয়।
আর আপনার প্লান ঠিক থাকলে, আপনি সৎ থাকলে
ওই 11 জন সৌভাগ্যবান ব্যাক্তি পাবেনই পাবেন...ইনশাআল্লাহ,,,
Share:

পৃথিবীর_শ্রেষ্ঠ_অনুপ্রেরণা_এই_মানুষটি।


হাত নাই পা নাই এই মানুষটি লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা একজন Motivational Speaker। আমাদের হাত পা সবই আছে তার কিছুই নেই তিনি সফল। একবার ভেবে দেখছেন কি?

‘টেট্রা এনিমেলিয়া সিনড্রোমে’ নামটি শুনেছেন কখনো? জানেন এর সম্পর্কে? এটি একটি রোগ, যার ফলে মানুষ কোনো হাত–পা ছাড়াই জন্ম নেয়। ভ্রুণ অবস্থায় যখন মানুষের হাত, পা সৃষ্টি হতে থাকে তখন WNT3 জীনের কারণে হাত, পা সৃষ্টি বাধাগ্রস্ত হয়। এর ফলে অন্যান্য বিভিন্ন অঙ্গও স্বাভাবিক গঠনে বাধাগ্রস্ত হয়। ঠিক এই রোগে আক্রান্ত একজন হচ্ছেন নিকোলাস জেমস ভুজিসিক। যার জন্ম ১৯৮২ সালের ৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে।
মাত্র ১০ বছর বয়সে স্কুল জীবনে যে নিক আত্মহত্যার চেষ্টা করেন তাঁর পরের গল্পটা কিন্তু একেবারেই ভিন্নরকম। মাত্র ১৭ বছর বয়সে তাঁর হাইস্কুলের এক দারোয়ান তাকে জনসম্মুখে বক্তৃতা দেয়ার জন্য উৎসাহিত করেন। ৫৩ বার প্রত্যাখিত হওয়ার পরেও হতাশা কিন্তু তাকে ছুঁতে পারেনি। তিনি এতটাই জনপ্রিয় হয়ে উঠেন যে, ঘণ্টায় এক হাজার আটশত লোককে বুকে জড়িয়ে ধরার জন্য ‘গিনেজ বুক’ এ তাঁর নাম উঠেছে। এছাড়াও শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে মিনিটে তিনি কম্পিউটারে ৪৭টি শব্দ টাইপ করতে পারেন। শুধু তাই নয়, নিক “Without Limbs” নামে একটি প্রতিষ্ঠানও চালান। মানুষের কাছে নিজেকে প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে কখনও হাত-পা লাগে না। সেটিই প্রমাণ করেছেন হাত-পা বিহীন এই যোদ্ধা।
Share:

সফল হবার 4S ফর্মুলা


#প্রথম_S_হচ্ছে_সময়। সফল হইতে হইলে আপনাকে সময় বের করতে হবে। আড্ডা, মাস্তি, পার্টি, পত্রিকা, টিভি, ঘুরাঘুরি, সব কমিয়ে লক্ষ্য অর্জনের পিছনে সময় দিতে হবে। প্রিমিয়ার লীগে কে কয়টা গোল করছে, গেইম অফ থ্রোনের কয়টা এপিসোড শেষ হইছে, কোন খেলায় কে কয়ডা শিরোপা জিতছে সেই হিসেব রাখতে গিয়ে নিজের সময় নষ্ট করলে, সারাজীবন অন্যের জীবনের শিরোপা গুনেই কাটাতে হবে। আপনার যেমন ২৪ ঘন্টায় একদিন হয়, সাকিব, মুশফিকেরও ২৪ ঘন্টায় এক দিন হয়। তারপরেও তারা সফল কারণ, সারাদিনের মধ্যে যতটুকু সময় পায় সেটা একটা কাজের পিছনেই লাগায়। খুবই ফোকাসড থাকে। আপনার মত চৌত্রিশটা জিনিসে ঠুসা দেয় না।

#দ্বিতীয়_S_হচ্ছে_সাহস। আপনার ভিতরে সাহসের আগুন থাকতে হবে। আপনি শুরু করলেই হোঁচট খাবেন। ব্যর্থ হবেন। একবার দুইবার না, বারবার ব্যর্থ হবেন। লোকজন নাক সিটকাবে, টিটকারি মারবে, ফ্যামিলি বাধা দিবে, গার্লফ্রেন্ড মন খারাপ করবে। তারপরেও স্বপ্নের পিছনে ছোটার সাহস রাখতে হবে। সহজ রাস্তা বাদ দিয়ে স্রোতের বিপরীতে দাঁড়ানোর বুকের পাঠা থাকতে হবে। ভুল হবে, মিসটেক হবে, ঝামেলায় পড়ে যাবেন জেনেও সাহস করে নিত্য নতুন জিনিস ট্রাই করে দেখতে হবে। সাহস করে ঝাঁপিয়ে পড়তে না পারলে, সফলতা উড়ে উড়ে আসবে না।
#তৃতীয়_S_হচ্ছে_সাধনা। একবার দুইবার খোঁচা দিয়ে দুই-একটা চার ছয় পিটানো যায় কিন্তু সেঞ্চুরি করা যায় না। সেঞ্চুরি করার জন্য বলের পর বল, ম্যাচের পর ম্যাচ সাধনা চালিয়ে যেতে হয়। শূন্য কিংবা দশ-বিশ রানে আউট হইলেও পরেরদিন প্রাকটিস করতে হয়, আবারো মাঠে নামতে হয়। এইভাবে আট দশ বছর বয়স থেকে শুরু করে দিনের পর দিন মাসের পর মাস, রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে সাধনা করতে করতে এক একজন সাকিব, নাছির, তাসকিনের জন্ম হয়। দুই একবার ব্যর্থ হয়ে, টিভি সিরিয়ালের পুরা সিজন আর বৃষ্টির দিনের ভুনা খিচুড়ি নিয়ে বসলে, অলিল-খলিল হইতে পারবেন, মাগার অনন্ত জলিল হইতে পারবেন না।
#চতুর্থ_S_হচ্ছে_শর্ট_স্টেপ। আপনি এক লাফে আসমানে উঠে যাইতে পারবেন না। কোনদিনও পারবেন না। দশতলা বিল্ডিং এর উপরে উঠতে হইলে একটা একটা করে সিঁড়ি পার হয়েই উপরে উঠতে হবে।
সো, ছোট ছোট স্টেপ বের করে, সময় নিয়ে সাহসের সাথে সাধনা করতে পারলেই, সফলতা আসবেই ইনশাআল্লাহ।
Share:

DXN কী? ডাইরেক্ট সেলিং কী? What is DXN? What is Direct Selling?

 


👉DXN কি?
👉Direct Selling কি?
👉DXN এর পূর্ণ শব্দ DAXEN যার অর্থ বিশ্বাস (Believe)
DXN একটি Direct Selling Company যার অর্থ হলো সরাসরি ব্যবসায়ীক প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান কোম্পানির উৎপাদিত পণ্য গুলো সরাসরি আমাদের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দিয়ে মুনাফা লাভ করে থাকেন এবং উক্ত মুনাফার একটা নির্দিষ্ট অংশ আমাদের দিয়ে থাকেন।
যার জন্য এ business করে আপনিও সাবলম্বী হতে পারেন।
কিন্তু বেশির ভাগ বাংলাদেশী ভাইদেরকে DXN Business এর কথা বলতে গেলে ওনারা বলেন ও বুঝেছি এই টা ঐ টার মতো... তাই না?
👉আসলে সমস্যা সেখানেও না। সমস্যা হল আমাদের মনে চিন্তা শক্তির।
♦আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে, যদি আমাদেরকে বলা হয় ১ লক্ষ টাকা জমা রাখেন কয়েক দিন পরে ২ লক্ষ টাকা পাবেন তাহলে জমি জায়গা বিক্রি করে হলেও আমরা টাকা রাখবো।
কিন্তু আমরা ভাবছি না এটা কি ভাবে সম্ভব?
আর তাই আমাদের কে বোকা বানিয়ে অনেক প্রতিষ্ঠান চলে গেছে এবং যাচ্ছে।
👉একটু লক্ষ্য করুনঃ ১৯৯৯-২০১৪ এর মধ্যে ১৯০ টির মতো Direct Selling Company এসে আবার চলে গেছে।
তাহলে DXN ও তো একটা Same Company এটি চলে গেলো না কেনো ?
এর মধ্যে এমন কি আছে যার জন্যে আজও ব্যবসা করে যাচ্ছে মানুষের সেবা দেয়ার মাধ্যমে।

❤️সেটা হলো বিশ্বাস💚
""""""""""""""'''''''''''''''''''''''''''''''''"""""""""""""
আমাদের পন্য গুলো মানসম্মত বলে সবার মাঝে বিশ্বাস এর যায়গা করে নিয়েছে।
👉আচ্ছা এই যে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ DXN Business করতেছেন তারা সকলেই High Educated. Doctor, Engineer বা অন্য পেশা জীবী।
আবার যারা খুব কম শিক্ষিত Ordinary Labour তারাও সফলতার সাথে এগিয়ে যাচ্ছে ।
আর আমরা অনেকেই নিজেকে অন্য সবার থেকে বুদ্ধিমান ভাবি। তাই DXN কাজ করতে চাই না এমনকি এর কথা শুনলে ও দৌড়ে পালাই আর তাই বৃদ্ধ বয়স পর্যন্ত পরের কম্পানিতে কাজ করতে হয়।
👉কিন্তু DXN বলছে আপনি সুস্থভাবে জীবন যাপন করুন আর জীবনে সফলতা অর্জন করুন।
বিনিময়ে DXN আপনার কাছে শুধু আপনার অবসর সময় টুকু দিন যা আপনি নষ্ট করতেছেন ৮/১০ ঘন্টার ডিউটির পর এবং সাপ্তহিক বন্ধের দিন গুলো।
এই অবসর সময়কে কাজে লাগিয়ে জীবনের সকল চাওয়া পাওয়া পূর্ন করতে পারবেন মাত্র ৫ বছরের মধ্যেমে।
♦এর_জন্যে_শুধু_আপনার_
মাইন্ড_চেঞ্জ_করতে_হবে।
👉তাই আমি বলি সবার একটি সঠিক Direct Selling Company এর সাথে যুক্ত থাকা দরকার।
👉আর সঠিক Company কি করে বুঝবেন ?
👉1) Company Profile
👉2)Products
👉3)People's
👉4)Marketing System
👉🏼5)Payout System
যে কম্পানির মধ্যে উপরের সব দিক গুলো খুঁজে পাবেন তাহলেই বুঝবেন যে,আপনি
সঠিক Company খুঁজে পেয়েছেন।💯 ✔️🆗
✔️✔️DXN প্রতিষ্ঠান:--
স্বাস্থ্য সচেতন, সু-স্বাস্থ্যের অধিকারী আর বেকারত্ব দুর করা আমাদের প্রধান উদ্দেশ্য।
এই নিয়েই ১৯৯৩ সাল থেকে আমাদের যাত্রা শুরু হই মালেয়সিয়া থেকে।
আমাদের কম্পানীর প্রধান প্রতিষ্ঠাতা
Scientist Dato' Dr, Lim Siow Zin CEO
যিনি ১৯৮৩-১৯৯৩ সাল পর্যন্ত গবেশনা করেছেন মানব দেহ ও মাশরুম নিয়ে।
তিনি দেখেছেন মানুষ দুইটি কারনে অসুস্থ হয়।
👉1)Toxin
👉2)Imbalance
এ থেকে বাঁচার জন্য তিনি মাশরুম নিয়ে গবেশনা করে দেখেছেন পৃথিবীতে ৩৮০০০ প্রকার মাশরুমের মধ্যে ৩৬০০০ টা বিষাক্ত(Toxin), ১৮০০ সব্জি মাশরুম,২০০ টা ঔষুধি গুণ সম্পন্ন মাশরুম আর এর মধ্যে ৬ টা প্রধান মাশরুম যাকে টিস্যু কালচার পদ্ধতিতে এক করে একটি মাশরুম বের করেছে যার নাম (Ganoderma) যাকে
♦King_Of_herb মাশরুম"'।
এটি লাল মাশরুম।
এর মধ্যে রয়েছে ৪০০ এর অধিক প্রতিরোধক ক্ষমতা রয়েছে ২০০ এর বেশি পুষ্টি গুণ।
এই মাশরুম সরাসরি খাওয়া বা ব্যবহার করা যায় না তাই আমাদের মালায়সিয়ার নিজস্ব ফার্ম এ এটি পাউডার এবং ক্যাপসুল আকার করা হয়েছে আর মিশিয়ে দেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মাঝে।
যেমন আমাদের আছে মাশরুমের সাবান ,কফি তেল ,শ্যাম্পু ক্যাপ্সুল পেস্ট পাউডার আরো অনেক কিছু।
✔️✔️DXN এর অবস্থান:-
বর্তমানে কোম্পানি বিশ্বে ১৯৬টি দেশে 5000+ বেশি ব্রাঞ্চ নিয়ে সফলতার সাথে কাজ করে আসছে।
🇧🇩🇧🇩 বাংলাদেশ এর যাত্রা 2001 সালে।
মালয়েশিয়া থেকে যাত্রা শুরু হয় 1993 সালে আজ 27 বছর যাবত কাজ করে আসছে মানুষের সেবায়।
বর্তমানে এটি সকল Direct Selling কোম্পানির মধ্যে আন্তর্জাতিক ভাবে এ বছর ১৫তম স্থানে অবস্থান করছে।
★★★ আপনি Dxn এর মাধ্যমে তিন ধাপে অর্থ উপার্জন করতে পারবেন.....
👉1) Dxn products use করে।
👉2) Dxn products benefits share করে।
👉3) Dxn Team member তৈরির মাধ্যমে।
♦এই IDর 820638905 বিশ্বের যেকোনো স্থান ও যেকোনো দেশের মানুষকে নিয়ে তাদের হেল্প করে আপনি আপনার ব্যবসা করতে পারেন। এবং বিশ্বের যেকোন স্থান থেকে মেম্বার জয়েনিং করাতে পারেন Dxn অনলাইন সিস্টেম এর মাধ্যমে।
Dxn সম্পর্কে আরো বিস্তারিত জানতে
Dxn Leader দের শরণাপন্ন হোন....
তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন।
আজই আপনিও DXN এর সাথে যুক্ত হয়ে জান।
আপনি আপনার স্বপ্ন পূরণ করুন। ✔️🎯
সহযোগিতার জন্য Whatsapp,01919098002 inbox 📨
এ যোগাযোগ করুন।
Share:

DXN Neeli hair oil-এর উপকারিতা

DXN Neeli hair oil-এর উপকারিতা


❤️ অসাধারন তেল❤️ ১০০মিলি একবার ব্যবহার করলেই আর কিছু লাগবে না এটা বড়চুলে ১ মাস আর ছোট চুলে ২মাস যাবে। ❤️❤️যদি কেউ প্রমাণ করতে পারেন কাজ হয়নি ক্যাশ ব্যাক করা হবে। ❤️❤️ 🤚 তেলের উপকারিতা : 🌺চুল পড়া বন্ধ করে 🌺নতুন চুল বৃদ্ধি করে 🌺চুল দ্রুত লম্বা করে, 🌺চুল আগাফাটা রোধ করে, 🌺চুল খুসকি ও উকুন মুক্ত রাখে, 🌺চুল ঘন,কালো ও সিল্কি করে, 🌺চুলকে স্বাস্থ্যোজ্জল ও আকর্ষণীয় করে তোলে। 😊তেলে কোন সাইড ইফেক্ট নাই,এলার্জিতে কোন সমস্যা হয় না।😊 ছেলে ও মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবেন❤🧡💛 পরিমাণ :১০০মিলি প্রোডাক্ট পেতে যোগাযোগ করুন
Share:

Follow us on Facebook

Feature Post

Archieves

Popular

Write about DXN

DXN সম্বন্ধে আপনার কোন লেখা সকলের কাজে আসবে বলে মনে হলে আমাদেরকে ইমেইল করুন। আমরা ওয়েবসাইটে আপনার নামসহ তা প্রকাশ করবো। আমাদের ইমেইল ঠিকানা: mhu7778@gmail.com